প্রতিটা বাগানে জন্য প্রথমে দরকার মাটিকে ঝরঝরা বা আলগা করা । মাটিকে নিড়ানোর মাধ্যমে মাটিকে ঝরঝরা করা হয় । এই ৪কাটা দ্বারা মাটি নিড়ানো হয়। এই ৪কাটা আচড়ার মাথায় রয়েছে ৪টি কাটা যার মাথা গুলো অনেক সুক্ষ । ৪কাটা আচড়া দিয়ে মাটি নিড়ানোর ফলে মাটিতে থাকা আবর্জনা বেরিয়ে যায়। এর নিচে থাকা কাঠের হাতল এটিকে ব্যবহারে আরামদায়ক করে।
৪কাটা আচড়া ব্যবহারে খুব অল্প সময়ের মধ্যে বাগান নিড়ানো সম্ভব।
কোথায় পাবেন ভালো ৪কাটা আচড়া :
আপনারা ক্রয় করতে চাইলে চলে যেতে পারেন রাইট সপের ওয়েবসাইটে বা রাইট সপ ফেসবুক পেজ ।