প্রতিটা গার্ডেনারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যান্ড গ্লাভস্ ব্যবহার করা। হ্যান্ড গ্লাভস্ হাতে পরে কাজ করার ফলে হাতে বিভিন্ন দিক থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও রক্ষা পাওয়া যায় বিভিন্ন ধরনের জীবাণু থেকে।
গার্ডেন গ্লাভস্ আপনার হাতকে সুরক্ষা দেবে। মাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান, বিষাক্ত কীটপতঙ্গ থাকে, যা আপনার হাতে ক্ষতের সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন রাসায়নিক সার যেগুলো মারাত্মক বিষাক্ত। এসব উপাদান নাড়াচাড়া করার জন্য গার্ডেন গ্লাভস্ খুবই দরকারি উপকরণ। এছাড়া শীতকালে বাগানের পরিচর্যায় গার্ডেন গ্লাভস্ হাতকে গরম রাখতে সহায়তা করবে। কাটিং বা প্রুনিং করার সময় গ্লাভস্পড়ে নেওয়া উচিৎ।