0 0
0
No products in the cart.

Welcome to Garden Tools BD Online Shopping Store in Bangladesh

গ্রাফটিং করার জিনিসপত্র কোথায় পাবেন ? কলম করতে কি কি প্রয়োজন  জানেন কি ? - Garden Tools BD | Garden Tools Price BD | Bo...

Jan 27, 2024 / By Md Rajibul Islam / in Ecommerce , Garden Tools Bangladesh , Garden Tool Price BD , Indian Agriculture Medicine BD

গ্রাফটিং করার জিনিসপত্র কোথায় পাবেন ?  কলম করতে কি কি প্রয়োজন  জানেন কি ?

Description: Tree Grafting  Image Garden Tools BD
 

গ্রাফটিং করার জন্য বাজারে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকেই জানি না গ্রাফটিং করার জন্য আসলে কি কি জিনিসপত্র লাগে। আর কি কি ব্যবহারের মাধ্যেমে গ্রাফটিং করলে ৯০ শতাংশ গ্রাফটিং টিকে যায় অর্থাৎ বেঁচে যায়। ভুল গ্যাফটিং করার কারণে আমাদের গ্রাফটিং বা কলম বাঁচে না। আজ আপনাদের সাথে কথা বিলবো কি কি জিনিস ব্যবহার করে গ্রাফটিং করলে ৯০-১০০ শতাংশ গ্রাফটিং টিকে বা বেঁচে যেতে পারে।

১। গ্রাফটিং করার জন্য লাগবে ভালোমানের  একটি পাতলা ছুরি যা দিয়ে খুব সহজেই গ্রাফটিং করা যায়। 

২। লাগবে ভালো মানের গ্রাফটিং টেপ যদিও অনেকে পলিথিন ব্যবহার করে তবে সেগুলো মূলত ব্যবহার করে থাকেন একজন প্রফেশনাল। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন গ্রাফটিং টেপ ব্যবহার করার। 

৩। একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক পাওয়া যায় । যেমন- সাফ ফাঙ্গিসাইড, ম্যানসার। আপনি ইন্ডিয়ান সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। 

৪। একই সাথে ব্যবহার করবেন কাটিং এইড (রুট হরমোন) যা দ্রুত শিকড় গজাতে সহযোগিতা করে। অনেক গাছ আছে দেখবেন ডাল কেটে মাটিতে রোপন করলেই গাছ হয়ে যায়। এমন সব গাছের ডাল যখন মাটিতে রোপন করবেন তখন যদি আপনি কাটা অংশে অর্থাৎ নিচের অংশে কাটিং এইড পেস্ট এর মত করে লাগিয়ে মাটিতে রোপন করেন তাহলে অতি দ্রুত শিকড় গজাবে আশা করি ইনশাহআল্লাহ।

৫। সবশেষে যা লাগবে তা হচ্ছে একটি ডাল কাটার বা প্রুনিং শেয়ার/সিকেচার। এটি লাগার কারণ হচ্ছে ধরুন আপনি আম গাছে কলম করলেন অতঃপর আপনি যখন ডালটি কেটে নিয়ে মাটিতে রোপন করতে যাবেন তখন কিন্তু কিছু একটি দিয়ে কাটতে হবে। কাটার সময় যদি সুন্দরভাবে কাটা না হয় তাহলে অনেক সময় ডালটি মারা যেত পারে আর যদি আপনি একটি ভালোমানের সিকেচার দিয়ে ডালটি কাটেন তাহলে ভালো হবে ইনশাহআল্লাহ। মনে রাখবেন ডালটি কাটার পরে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে কাটা অংশে ধুয়ে দিবেন এবং মাটিতে রোপনে আগে কাটিং এই পাওডারটি পেস্ট এর মতো করে গোড়ার কাটা অংশে লাগিয়ে মাটিতে রোপন করবেন। 

গ্রাফটিং করার জিনিসপত্র কোথায় পাবেন: আপনার নিকটস্থ বাজারে খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি না পান তাহলে আমার দেওয়া ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন।  নিচে অর্ডার করার বিস্তারিত দেওয়া হলো-

অর্ডার করার পদ্ধতি-

১. ওয়েবসাইট থেকে: ওয়েবসাইট  https://gardentoolsbd.com/

২। ফেসবুক পেজ থেকে : ফেসবুক https://www.facebook.com/gardentoolsbd

৩। ইউটিউব: ইউটিউব 

৩। WhatsApp থেকে :  01911905753

৪। imo থেকে : 01911905753

৫। সরাসরি কল করতে পারেন: 01911905753

 

পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি আপনি উপকৃত হয়েছে। আর নতুন কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসুর কল করতে পারেন। ধন্যবাদ। আপনার বাগান নিয়ে ভালো থাকবেন।