ওয়েস্ট ডিকম্পোজার | Waste Decomposer
ওয়েস্ট ডিকম্পোজার কি ?
ওয়েস্ট ডিকম্পোজার মূলত কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া। ভারতীয় কৃষি বিভাগের উদ্ভাবিত একটি পণ্য ওয়েস্ট ডিকম্পোজার । এটি মূলত জৈব বর্জ্য থেকে দ্রুত কম্পোস্টিং তৈরি করতে সহায়তা করে। এছাড়াও মাটির স্বাস্থ্যের উন্নতি এবং উদ্ভিদ সুরক্ষা এজেন্ট হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।
ওয়েস্ট ডিকম্পোজার এর সঠিক ব্যাবহারবিধি
১. প্রথমে একটি বড় পাত্রে বা ড্রামে ২০০ লিটার পানি নিতে হবে।
২. পানিতে মিশিয়ে দিতে হবে ২ কেজি গুড়। ভাল করে নেড়ে সম্পূর্ণরুপে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে।
৩. বোতলে সংরক্ষিত সবটুকু ডিকম্পোজার পানিতে ঢেলে দিতে হবে।
৪. কাঠ অথবা বাঁশের লাঠি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।
৫. ড্রামের/পাত্রের মুখটি একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে হবে।
৬. এবার আগামী ৭ দিন পর্যন্ত প্রতিদিন ১ থেকে ২ বার করে নিড়ে দিতে হবে।
৭. দ্রবণটি ৭ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
ওয়েস্ট ডিকম্পোজার | Waste Decomposer
ওয়েস্ট ডিকম্পোজার কি ?
ওয়েস্ট ডিকম্পোজার মূলত কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া। ভারতীয় কৃষি বিভাগের উদ্ভাবিত একটি পণ্য ওয়েস্ট ডিকম্পোজার । এটি মূলত জৈব বর্জ্য থেকে দ্রুত কম্পোস্টিং তৈরি করতে সহায়তা করে। এছাড়াও মাটির স্বাস্থ্যের উন্নতি এবং উদ্ভিদ সুরক্ষা এজেন্ট হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।
ওয়েস্ট ডিকম্পোজার এর সঠিক ব্যাবহারবিধি
১. প্রথমে একটি বড় পাত্রে বা ড্রামে ২০০ লিটার পানি নিতে হবে।
২. পানিতে মিশিয়ে দিতে হবে ২ কেজি গুড়। ভাল করে নেড়ে সম্পূর্ণরুপে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে।
৩. বোতলে সংরক্ষিত সবটুকু ডিকম্পোজার পানিতে ঢেলে দিতে হবে।
৪. কাঠ অথবা বাঁশের লাঠি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।
৫. ড্রামের/পাত্রের মুখটি একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে হবে।
৬. এবার আগামী ৭ দিন পর্যন্ত প্রতিদিন ১ থেকে ২ বার করে নিড়ে দিতে হবে।
৭. দ্রবণটি ৭ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
যারা ছাদ কৃষি করেন
ছাদ কৃষির জন্য এতো বেশি পরিমান প্রয়োজন হবে না। তাই প্রয়োজন মত পানি নিয়ে পরিমান ডিকম্পোজার মেপে পানিতে মিশিয়ে চাহিদা মত তরল তৈরি করে ব্যবহার করতে হবে।
কম্পোস্ট তৈরি করা/মিশ্র জৈব সার তৈরি করার নিয়ম
১. ৩০ এমএল ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে ১ টন বর্জ্য পদার্থকে কম্পোষ্টে পরিনত যায়।
২. সাজিয়ে রাখা বর্জ্য ডিকম্পোজারের মিশ্রন দিয়ে ভিজিয়ে দিতে হবে।
৩. প্রতিটি স্তরে ১৮ থেকে ২০ লিটার পানি দিয়ে ভিজিয়ে/ছিটিয়ে দিতে হবে।
৪. আর্দ্রতা বজায় রাখেতে হবে ৬০ শতাংশ।
৫. ৭ দিন বা এক সপ্তাহ পরে অবশিষ্ট ওয়েস্ট ডিকম্পোজারের তরল দিয়ে দিতে হবে।
৬. ৩০ থেকে ৪০ দিনের ভিতরে কম্পোস্ট ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
*** বীজ পরিশোধন:
• যে কোনও ধরণের বীজ শোধনের জন্য বীজের উপর ডিকম্পোজার মিশ্রণটি স্প্রে করতে হবে।
• অবশ্যই বীজে স্প্রে করার পরে কমপক্ষে ৩০ মিনিট ছায়াযুক্ত স্থানে রাখতে
• ৩০ মিনিট পরে বীজ বপনের জন্য প্রস্তুত হবে।
বি.দ্র: যেহেতু ওয়েস্ট ডিকম্পোজার মুলত শক্তিশালী ব্যাকটেরিয়া। সেহেতু কোনভাবেই এটিকে শরীরের সংস্পর্শে লাগতে দেয়া যাবেনা।
অবশ্যই করণীয়/লক্ষণীয়:
১. ডিকম্পোজার কোন ভাবেই যেন হাতে না লাগে।
২. পানির ভিতরে কোন ভাবেই হাত দেওয়া যাবে না।
৩. অবশ্যই কাঠ অথবা বাঁশের লাঠি দিয়ে নাড়বেন।
৪. ড্রাম অথবা পাত্রের মূখ শক্ত কাজগ/ কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে হবে।
আরো বিস্তারিত জানতে-
WhatsApp/imo- 01894439731
https://www.riteshopbd.com/